চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পলাশবোনা এলাকা থেকে শুক্রবার রাতে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তি হচ্ছে গোমস্তাপুরের দূর্গাপুর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে মোঃ খায়রুল ইসলাম (৩৭)।
র্যাবের এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পলাশবোনা গ্রামের দক্ষিন দিকে বোয়ালিয়া হইতে বড়গাছিগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ খায়রুলকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।