ফারুক হোসেন রাজশাহী ব্যুরো প্রধান: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বিশ্বমোড়স্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার বিশ্বমোড়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ মালোপাড়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে বিশারত উদ্দীন (৭০) ও একই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মজিবুর রহমান (৫১)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অধিনায়ক মেজর মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে গাঁজার একটি চালান চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সদরের বিশ্বরোড মোড়ে সাধারণ যাত্রী বেশে বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে ঢাকা থেকে আগত একটি বাস থেকে দুইজন ব্যক্তি সন্দেহজনক দুইটি চালের বস্তা সাথে নিয়ে নামে। এ সময় তাদেরকে সাধারণ মানুষের সামনে তল্লাশি করলে চালের বস্তার ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।