স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচারের সময় দেলোয়ার নামে ১ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
২৭ মার্চ রোববার সকাল সাড়ে ৬ টার দিকে অভিযান টি চালানো হয় বলে নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার।
গ্রেপ্তার আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দানিয়াল গাছির আব্দুর রহিমের ছেলে মো. দেলোয়ার হোসেন (২১)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোমস্তাপুর উপজেলার চৌডালা সেতুর টোলঘরের সামনে ওঁৎ পেতে থাকে। এরই এক পর্যায়ে একটি মোটরসাইকেল থামায় ডিবি পুলিশ। পরে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় ডিবি। জব্দ করা হয় মোটরসাইকেল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।