স্টাফ রিপোর্টারঃ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সইবুর নামে ১ জনকে ৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনোহরপুর এলাকার মোঃ আকতারুল পালক পিতা – মোঃ কাইয়ুম এর ছেলে মোঃ সইবুর রহমান।
জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে মাহফুজ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ১৩ মার্চ রবিবার রাত্রী ২৩:৩৫ ঘটিকায় শাহাপাড়া গ্রামস্থ আমবাগান থেকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ সইবুরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।