শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ কর্তৃক ০২টি ওয়ান শুটারগানসহ ১জন অস্ত্র ব্যবসায়ী আটক

সেলিম রেজা
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল ২৭ মার্চ ২০২২ ইং তারিখ ২০:২০ ঘটিকা গোয়েন্দা তথ্যর ভিত্তিত চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৬নং কানসাট ইউনিয়নর ১ নং ওয়ার্ডর মেসার্স নয়ন ফিলিং স্টশনর পূর্ব পাশে বাচু মিস্ত্রির গ্যারজ সংলগ্ন জৈনক আফসার আলীর আমবাগানর পূর্ব পাশে থেকেক কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তকির এবং কাম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) ওয়ান শুটারগান-০২টি,(খ) মোবাইল সেট-০১টি (গ) সীমকার্ড-০১টিসহ ১। শ্রী সুভাস ভকদ (৩০), পিতা-শ্রী ফাষটা ভকদ, মাতা-শ্রীমতি প্রভাতি ভকদ, সাং-আলীডাঙ্গা (৬নং ওয়ার্ড শিবগঞ্জ পৌরসভা), থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ, থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় সে জব্দকৃত অবৈধ আগয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্য নিজ হেফাজতে রেখে বলে সাক্ষীদর সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় কর আসছে।

গ্রেফতারকৃত একজন ট্রাক চালক এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ট্রাকর সাহায্য বিভিন মালামালর সাথে বিশেষ উপায়ে, লুকায়িত অবস্হায় অস্ত্রের চালান নিয়ে যায়।

উপোরাক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991