স্টাফ রিপোর্টারঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল অদ্য ২৮ মার্চ ২০২২ ইং তারিখ ১৮:২০ ঘটিকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকা কমলাকান্তপুর গ্রামস্ত সাব-রেজিষ্ট্রার আম বাগানের পার্শ্ব কমলাকান্তপুর কবরস্থানের সামন কাম্পানী অধিনায়ক লে কমান্ডার রুহ-ফি-তাহমিন তকির এবং কাম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরাধী অভিযান পরিচালনা করে (ক) গাজা-০১ কজি (খ) মোবাইল-০১ টি (গ) সীমকার্ড-০২টি এবং (ঘ) মাদক বহনকারী ব্যাগ-০১টিসহ আসামী ১। ১। মোঃ আজম আলী (৩৫), পিতা- মোঃ আব্দুল কাইয়ুম, মাতা-মাছাঃ ববিয়ারা বগম, সাং-রামচদ্রপুর হঠাৎপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদ সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্য তার নিজ হেফাজতে রেখে মর্মে সাক্ষীদর সম্মুখে অকপটে স্বীকার করে।
উল্লিখিত জব্দকৃত আলামত গাজা অবৈধভাবে সংগ্রহ কর বিক্রয়ের উদ্দশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।