স্টাফ রিপোর্টারঃ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল অদ্য ১৪ মার্চ ২০২২ ইং তারিখ ১৭:২০ ঘটিকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাইলিং মোড় হতে কাম্পানী উপ-অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মাঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার প্রসস নং-৬৬৬/২০২১, জি/আর-৮০২/১৭ (শিবঃ), অস্ত্র আইনর ১৯৭৮ এর ১৯-অ ধারা মাতাবক ওয়ারটভূক্ত আসামী ১। মোঃ মিজানুর রহমান (২৫), পিতা-মো: হুমায়ুন কবির, সাং-বালিয়াদিঘী, থানা-শিবগঞ্জ, জলা-চাপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে গ্রেফতার র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধর কঠোর গোপনীয়তা নজরদারী অব্যাহত রেখেছিল।
উপরাক্ত ঘটনায় উক্ত আসামীক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।