বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ কর্তৃক ভারতীয় নিষিদ্ধ আমদানীকৃত ৫০০ পিচ ট্যাপন্ডাটাল (মাদক) ট্যাবলটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেলিম রেজা
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল অদ্য ২৫ মার্চ ২০২২ ইং তারিখ ১৮:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর ইউনিয়নের পুনরাগ্রামর জৈনক সাইদুল স্বর্নকারর পয়ারা বাগানর সামনে কাচা রাস্তার উপর থেকে মেজর হাসান মাহমুদ, কাম্পানী অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কাম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ট্যাপটাডাল ট্যাবলট-৫০০ (পাচশত) পিচ (খ) মোবাইল ফোন-০১(এক)টি, (গ) সীমকার্ড-০২(দুই)টি (ঘ) নগদ-৮০০/- টাকা এবং (ঙ) মাদক বহনকারী ব্যাগ-০১(এক)টিসহ আসামী ১। মোঃ জাইদুল ইসলাম (৩০), পিতা-মো: রমজান আলী, মাতা মাছাঃ হাসনারা বগম, সাং-আজমতপুর (মাল্যাটালা), থানা-শিবগঞ্জ, ২। মাঃ মনিমুল ইসলাম (৩০), পিতা- মত মোজাম্মল হক, মাতা- মোসা: সালমা বগম, সাং-রহনপুর স্টশন পাড়া, থানা- গোমস্তাপুর, উভয় জেলা- চাঁপাইনবাবগঞ্জ থেকে হাতেনাতে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদ সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানীকত নিষিদ্ধ ভারতীয় ট্যাপটাডাল (মাদক) ট্যাবলট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্য তাদের নিজ হেফাজতে রেখে মর্মে সাক্ষীদর সম্মুখে অকপটে স্বীকার করে।

উল্লিখিত জব্দকৃত আলামত আমদানীকত নিষিদ্ধ ভারতীয় ট্যাপটাডাল (মাদক) ট্যাবলট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্য তার নিজ হফাজত রেখে যুব সমাজকে বিপথগামী করছে।

উপরাক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991