আসন্ন রমজান আর হঠাৎ করেই বেড়ে যাওয়া করোনার প্রভাবে লাগাম ছুটতে শুরু করেছে চাটখিলের নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য। অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট, মজুদদারদের চাপে দীর্ঘশ্বাস পড়ছে লাখো সাধারন মানুষের। ক্ষোভে ফুঁসছেন নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় সাধারণ মানুষের স্বস্তির লক্ষ্যে পন্যের দাম স্থিতিশীল ও মূল্য তালিকা করে দেয়া প্রসঙ্গে চাটখিলের উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি দেয় স্বেচ্চাসেবী ও সামাজিক সংগঠন চাটখিল ব্লু ফোরাম-সিবিএফ।
করোনায় সবচেয়ে বেশি দুর্ভোগে অাছেন মধ্যবিত্ত পরিবার গুলো। কারণ এসব পরিবারের লোকজন মুখ খুলে কাউকে বলতেও পারেননি কিংবা হাত পাততে পারেননি। সেই লকডাউন পরিস্থিতি কাটিয়ে গত কয়েক মাসে সাধারণ জীবনে ফিরে আসার চেষ্টায় থাকা এসব নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি। উপার্জনের সঙ্গে মিল-অমিলের হিসাব কষতে গিয়ে তাদের বোবা কান্না কাউকে দেখানোর উপায় নেই।
সামনের দিনগুলোতে এ দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরলে নিম্ন ও মধ্যবিত্তের বোবা কান্না শেষ পর্যন্ত ক্ষোভের উদগিরণে রূপ নেওয়ার আশঙ্কা অাছে বলে জানান,সিবিএফ।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, সিবিএফের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ইমন, প্রচার সম্পাদক আবদুল মোতালেব ভূইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তমা আলম, ব্লাড বিষয়ক সম্পাদক আবিদ রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারপিনা শাহনাজ রজব। চাটখিল কলেজ শাখার সহ-সমন্বয়ক পারবেজ হোসেন (নিলয় মির্জা),
নোয়াখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজল তপাদার, সহ-কোষাধ্যাক্ষ শশি সিদ্দিকী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক জাসেম আলম, নবাগত সদস্য ডলি জান্নাত, আতুল চৌধুরী, রাহাত খানসহ অনেকে।
স্মারকলিপি প্রদানের পর করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণকে সচেতন করতে মাক্স বিতরন করেন, সিবিএফ সদস্যরা।
Leave a Reply