হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতা দিবসের ৫০তম বর্ষে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ বিকাল ৫টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের সিল্লার দিগির পাড় বাজারের পাশে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় সোমপাড়া কলেজের প্রভাষক মোঃ শাহাজাহান শেখ এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। সভার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা বাংলাদেশ আওয়ামীলীগের নোয়াখলা পুর্ব অঞ্চলের সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী হাজি মো: মানিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারেন দেশ ও জাতীর সার্থে দলবল নির্বিশেষে কাজ করে যাবেন৷ মাধকের বিরুদ্ধে ও হত দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের পাশে কাজ করবেন বলে আশ্বাস দেন। তিনি মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আবদুল আউয়াল মিলন, মোঃ আনোয়ার হোসেন, সুবেদার ইব্রাহিম, জাহাঙ্গীর হোসেন কুসুম ও নুর আলম প্রমুখ।
Leave a Reply