নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর চকপাড়া এলাকার একটি পুকুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩০ বোতল বাংলাদেশ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ২৬ জুন সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়-১বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এর দক্ষ পরিচালনায় ও বলিষ্ঠ নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারঘাট উপজেলার মুক্তারপুর চকপাড়া এলাকার একটি পুকুরের পানিতে লুকিয়ে রাখা অবস্থায় ১৩০ বোতল বাংলাদেশ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ইউসুফপুর বিওপি ক্যাম্পের চৌকস অফিসার কম্পানি কমান্ডার নায়েব সুবেদার এবিএম মহিউদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফপুর (বিওপির) ক্যাম্পের কম্পানি কমান্ডার নায়েব সুবেদার এবিএম মহিউদ্দিন।
তিনি বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারলাম, চারঘাট থানাধীন মুক্তারপুর চকপাড়া এলাকার একটি পুকুরের পানিতে ফেন্সিডিল লুকিয়ে রাখা আছে বলে আমাদের কাছে তথ্য আসে। এমন তথ্যের উপর ভিত্তি করে ইউসুফপুর বিওপি ক্যাম্পের বিশেষ টহলদল নিয়ে দ্রুত ওই এলাকায় গিয়ে অভিযান চালিয়ে পুকুরের পানির ভিতরে লুকিয়ে রাখা ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এব্যাপারে কম্পানি কমান্ডার নায়েব সুবেদার এবিএম মহিউদ্দিন আরো বলেন,সীমান্তে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্তে যাতে কেউ ফেন্সিডিল পাচার করতে না পারে সে ব্যাপারে বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছে।