আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার: বরগুনার পাথরঘাটায় স্ত্রীর ইয়াসমিন বেগম মুকুলের বিরুদ্ধে ২শতাধীক এলাকাবাসী নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্বামী মানিক মিয়া। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী এলাকার চরদুয়ানী ব্রীজের উত্তর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মানিক মিয়া জানান আমার স্ত্রী মুকুলের বিভিন্ন পর-পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকায় গত বছরের ১৮ নভেম্বর বিবাহ বিচ্ছেদ হয়। সে থেকে বিভিন্ন সময়ে আমাদের বিশেষ মুহূর্তের ছবি দিয়ে আমার সাথে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা কে নিয়েছে।
এছাড়াও দুটি মামলা করেছে আমার বিরুদ্ধে। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান ও কবির হোসেন। এসময় তারা মুকুল সহ তার সহযোগীদের দেয়া মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানান। এর আগে সোমবার সকালে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মানিক মিয়ার সাবেক স্ত্রী ইয়াসমিন বেগম মুকুল। সংবাদ সাবেক স্বামীসহ তার বন্ধু মিরাজের বিরুদ্ধে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মুকুল অভিযোগ করেন এখন পর্যন্ত মিলন আমাকে চারবার বিবাহ করেছে আবার তালাক দিয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে তার স্বামী মিরাজের সাথে অনৈতিক কাজে লিপ্ত হতে প্রস্তাব দেয়। এছাড়াও আমার আগের সংসারের ১৪ বছরের মেয়েকেও ধর্ষণের চেষ্টা করে মিলন ও মিরাজ। এই সংবাদ সম্মেলনের প্রতিবাদেই মিলন পরেরদিন এলাকাবাসী নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে।