রাজশাহী মহানগরীতে আরএমপি ট্রাফিক পুলিশের উদ্দ্যোগে মোটরসাইকেল চালক ও আরোহীদের বিনামূল্যে হেলমেট বিতরণ এবং সচেতনতা বৃদ্ধি কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক চালকের হেলমেট পড়িয়ে দেন। আজ ২২ জুন বুধবার বিকেল সাড়ে ৪ টায় মহানগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্ত্বরে ( রেলগেট) হেলমেট বিতরণ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে দূর্ঘটনায় সুরক্ষা জন্য মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ,আরএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) অনির্বান চাকমা-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।