মাহবুবুর রহমান জিসানস্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্যে চরপাতা ইউনিয়নের বাসিন্দা(সৌদি প্রভাসি) মোঃ জিহিদ(৩০)।
তার বিয়ের গাড়ি সাজাতে ফুলের /নেটের পরিবর্তে ব্যাবহার করা হয়েছে।
চিপস, ঝালমুড়ি ও ডালমুঠের প্যাকেট।
ব্যতিক্রমভাবে সাজানোর এ গাড়ির ছবি তুলে অনেকেই এরইমধ্যে ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
মহূর্তেই নেট দুনিয়ায় বেপক সারা ফেলে তার এই ব্যাক্রমি গাড়ির ছবি।
আর এরপরই শুরু হয়েছে তুমুল আলোচনা।
গত সোমবার(১৪ নভেম্বর ২০২২)
দুপুরে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা পৌর শহর নিউ মার্কেটের সামনে ব্যাতিক্রমিভাবে সাজানো গাড়িটি দেকতে ভির করে বহু মানুষ।
এ সময় জাহিদ(৩০) স্থানিয়দেরকে বলেন ভাইরাল হওয়ার মানশিকতা নিয়ে এমনটি করি নি।
মূলত বিয়ে বাড়িতে আগত শিশুদের আনন্দ বাড়িয়ে দিতেই তার এই ব্যাতিক্রমি আয়োজন।