হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চুনারুঘাটে ৫ নং শানখলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৩ মে) শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সন্মেলনকে ঘিরে শানখলা ইউপি আঃ লীগের নেতা কর্মীদের মাঝে আনন্দ উথলাস বিরাজ করছে শানখলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিক মিয়া তরফদারের সভাপতিত্বে এবং চুনারুঘাট উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড সন্তান বাকি বিল্লাহর সঞ্চালনা । সম্মেলন উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক বিজ্ঞ পিপি এডভোকেট এম আকবর হোসেইন জিতু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শাহ্ মোঃ কুতুব উদ্দিন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী শামসুন্নাহার, সৈয়দ মুদাব্বির আলী এছাড়াও উপস্থিত জেলা, উপজেলা এবং ইউনিয়ন আঃ লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব বৃন্দ ।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী তার বক্তৃতা জোরেই বিএনপি জামাত শিবিরের অপকর্মের জ্বালানি পড়ানি সামনের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী উন্নয়নের পক্ষে ভোট দিবেন ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দেন প্রার্থীরা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী বলেন, জীবন বৃত্তান্ত যাচাই করে কমিটি প্রকাশ করা হবে।