
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শানখলা গ্রামে মাটির দেয়ালের নীচে চাপা পড়ে সুভাষ (৩৭) মৃত্যু হয় ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টার সময় একই গ্রামের মো আব্দুল হাকিম মিয়ার বাড়িতে দৈনিক দিন মজুরি হিসাবে কাঠমিস্ত্রীর কাজে যায় ।
সুভাষ নিজেই একজন কাঠমিস্ত্রী ছিল দুপুর সাড়ে এগারোটার দিকে হঠাৎ করে মাটির দেয়াল তার উপর দশে পড়লে মাঠির নীচে চাপা পড়ে যায় আসে পাশে লোকজন এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার পড়ে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষণা দেন।
হাসপাতালের কার্যক্রম শেষ করে তার কফিন ৩ টার সময় বাড়িতে নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে হিন্দু মুসলিম সবাই তাঁরে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় ।
পাড়া-প্রতিবেশীর লোকজন বলেন সুভাষ খুবই লোক ছিল সকলের সঙ্গে মিলে মিশে চলত প্রতিবেশি বা আত্মীয়-স্বজন কেউর সঙ্গে বিভেদ ছিল না সুভাষের স্ত্রী দুই ছেলে রেখে মারা যান বড় ছেলের বয়স আনুমানিক ১৬ বছর হবে , ছোট ছেলের বয়স ৬ বছর ।
দুর্ঘটনার সংবাদ পেয়ে চুনারুঘাট পুলিশের একটি টিম ঘটনার স্থানে এসে উভয় পক্ষের জবানবন্দি রেকর্ড করেন বাদী বিবাদে দু’পক্ষই একতম হয় যে কেউ কারো বিরুদ্ধে কোন মামলা ( অভিযোগ) করবেনা।
এসময় আরও উপস্থিত ছিলেন ৫ নং শানখলা ইউনিয়নের সুযোগ্য ন্যায় বিচারক আইনজীবী জনাব এডভোকেট নজরুল ইসলাম সাহেব অত্র ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ মমিনুল হক (বাবলু) সাহেব , মহিলা মেন্বার জনাবা আইয়ুব চাঁন বিবি, এলাকার ময় মুরুব্বিয়ান উপস্থিতে মরা দেহের সমাহিত করা হয় ।