আজিজুর রহমান হবিগঞ্জ:
হবিগঞ্জের চুনারুঘাটে বুধবার ১৮ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স পরিচালনা করা হয়।এসময়ে মাদক ব্যবসায়ী মর্জুত আলীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে বিকাল ৪ঃ৩০ ঘটিকায় গাজীপুর ইউনিয়নস্থ গাজীকালুর মাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গাঁজা সেবনের দায়ে (১) মোঃ কফিল উদ্দিন (৪৫), পিতা মৃত পলো মিয়া, সাং সত্যদুন, কটিয়াদি, কিশোরগঞ্জ (২) মোঃ মাখন মিয়া (৪০), পিতা মৃত রহমত আলী, সাং হাসনফাতেমাপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, (৩) মোঃ শুকুর আলী (৩০), পিতা মোঃ আহল মিয়া, সাং হরতকীপাড়া, পানিউমদা, নবীগঞ্জ, (৪) গোলাম মোস্তফা (৩৬), পিতা আঃ আজিজ, পিতা আঃ আজিজ, সাং সত্যদুন, কটিয়াদি, কিশোরগঞ্জ এবং (৫) মোঃ শাহজাহান (৪২), পিতা আঃ হাই, সাং উবাহাটা, চুনারুঘাট, হবিগঞ্জসহ মোট ০৫ জনের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০/- টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সিদ্ধার্থ ভৌমিক। সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা শাখা।