এস কে ইয়াছিন
চুয়াডাঙ্গা জেলা বিশেষ প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের অভিযানে ১৬৮ (একশত আটষট্টি) বোতল ফেন্সিডিলসহ ০১টি পিকআপ গাড়ী জব্দসহ গ্রেফতার-০২জন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ হারুন উর রশিদ পিপিএম, ইনচার্জ, সরোজগঞ্জ ক্যাম্পে সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা থানাধীন সরোজগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ০৫.১১.২০২৩ রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায় ০৪/১১/২০২৩ইং দিবাগত রাত।
চুয়াডাঙ্গা সদর থানাধীন সরোজগঞ্জ বাজারস্থ কালুপোল গামী চৌরাস্তার মোড়ে এ্যানিম্যানি ফার্মেসী দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী- ১. মোঃ আজাদুর রহমান (৪৩), পিতা-মৃত আ: খালেক, ২। মোঃ ফিরোজ হোসেন(২৩), পিতা-মোঃ জামাত আলী, উভয় সাং- খয়েরহুদা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে ১৬৮ (একশত আটষট্টি) বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল PHENSEDYL, ০১টি পিকআপ গাড়ি এবং ১০ বস্তা কাঠের গুড়াসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।