সাথী সুলতানা, সিরাজগঞ্জ:
‘নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে চৌহালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়েজনে সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় অতিরিক্ত জেলাপ্রশাসক, ইউএনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন৷ এসময় আরও উপস্থিত ছিলেন, থানার ওসি হারুন অর রশিদ, পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুত, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, আবুল কালাম মোল্যা, মৎস্য দপ্তরের জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ , ইউপি সদস্যগন, সচিবগণ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জন্ম ও মৃত্য নিবন্ধন বিষয়ে বিভিন্ন আলোচনা হয়৷
প্রতিমাসে ১তারিখ হতে ১০তারিখ পর্যন্ত এ ক্যাম্পেইন চলমান থাকবে। সেই সঙ্গে ০ হতে ৪৫দিনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে শিশুর জন্মনিবন্ধন করা হবে এবং উক্ত নিবন্ধনকারীদের খাষকাউলিয়া ইউপির পক্ষ থেকে উপহার হিসাবে বিনামূল্যে জন্ম নিবন্ধন কার্ড ও মিষ্টি তুলেন ইউএনও ও অতিরিক্ত জেলাপ্রশাসক আফসানা ইয়াসমিন, থানার ওসি হারুন অর রশিদ , সদর ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুত ও ইউপি সচিব খায়রুল ইসলাম সবুজ।আরো বলেন নির্দিষ্ট সময়ের মধ্যেই জন্ম ও মৃত্য নিবন্ধন না করলে আর্থিক ক্ষতি ও সরকারি/বেসরকারি সেবা থেকে বঞ্চিত হবে অত্র ইউনিয়নবাসী ৷