এম.এ হালিম বোখারী কক্সবাজার জেলা প্রতিনিধঃ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কুরানিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় মাওলানা হারুন আজিজী নদভীকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর রোজ সোমবার আইআইইউসি’র পক্ষ থেকে আয়োজিত ৫ম সমাবর্তন অনুষ্ঠানে তাকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হয়। আল্লামা ড. হারুন আজিজী নদভী কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হাদিস বিভাগের সিনিয়র মুহাদ্দিস হিসেবে কর্মরত ।
তাছাড়া তিনি বাংলাদেশ আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
চ্যান্সেলর গোল্ড অর্জন করায় শাইখ আল্লামা ড. হারুন আজিজী নদভীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ফালাহুল ইসলাম বৃহত্তর ইসলামিক সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সংবাদ এর কক্সবাজার জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা র কক্সবাজার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম.এ হালিম বোখারী ও কক্সবাজার জেলার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা।
তিনি ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি পর্যটন নগরী কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে এক সভ্রান্ত ও দ্বীনি পরিবারে জন্ম গ্রহণ করেন আল্লামা ড. হারুন আজিজী নদভী। তিনি প্রয়াত মরহুম মাওলানা নজির আহমদ ইবনে বদিউদ্দীন ইবনে মনু ফকিন রামুভী রহ. ছেলে।
তাছাড়া আইআইইউসি’র ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ২৯ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর মেডেল প্রদান করা হয়। এছাড়া ১৩৭ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল।