বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুইছড়ী -ছনুয়া-রাজাখালী আরবশাহ বাজার লাগোয়া মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা,বি,ইউ,আই ফাজিল মাদ্রাসা,ফৈজুন্নছা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য প্রতিষ্ঠান এর সাথে নদী পথের যোগাযোগ এর কেন্দ্র বিন্দু গোবিন্দ খালের এই বঙ্গুর ব্রীজ।
অসংখ্য মানুষের যাতায়াতের একমত্র ব্রীজটি আজ প্রায় ৩বছর গাড়ী পারাপারের অনুপযোগী পড়ে আছে।ভঙ্গুর এই ব্রীজটি যেন এলাকার জন্য মরন ফাদে পা দেওয়ার মত।মাদ্রাসা ও স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের জন্য এ যেন জীবন যাতায়াতের একধাপ বাঁধা।বর্ষাকালে কাঁচা কর্দমাক্ত রাস্তা পাড়ি দিয়ে শিক্ষা প্রতিস্ঠানে যাওয়া যেন হিমালয় পর্বত পাড়ি দেওয়ার মত।
এলাকাবাসীর দাবী ভঙ্গুর এই ব্রীজটি অনতিবিলম্বে মেরামত করে যাতায়তের পথকে সুগম করে। সরকারের কাছে একমাত্র দাবী।
Leave a Reply