[এ আর ছায়েম, সিনিয়র স্টাফ রিপোর্টার] ৩০ জানুয়ারি শুক্রবার বিকালে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ ও গাছ কর্তন করা হচ্ছে। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত সাজ্জাদুর রাজা চৌধুরীর পুত্র প্রবাসী মাহমুদুর রাজা চৌধুরী রিপনের নাম।
প্রতিপক্ষ একই গ্রামের মৃত মেজর আতাউর রহমানের পুত্র আহমদুর রহমান ও মাহমুদুর রহমান শিপুর দাবি, উপজেলার নিজগাঁও মৌজার এস এ জেএল নং ২২৫, খতিয়ান নং ৬৪৫, দাগ নং ২৬৬০-এর ০.৩১ একর (৩১ শতক) ভূমি উত্তরাধিকার সূত্রে তাদের মালিকানাধীন। এ ভূমি নিজেদের দাবি করে তারা পূর্বে আদালতে পিটিশন মোকাদ্দমা নং ৫৯৩/২৪ দায়ের করেছিলেন। এর প্রেক্ষিতে আদালত গত ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে উভয়পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দাঙ্গা-হাঙ্গামা বা এ জাতীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন।
তবে আহমদুর রহমান চৌধুরী অভিযোগ করেন, মামলা দায়েরের পরও মাহমুদুর রাজা চৌধুরী রিপন ও তার সহযোগীরা ভূমি দখলে আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাদের বসতবাড়িতে আগুন লাগানো, জোরপূর্বক গাছ কর্তনসহ নানা কার্যক্রম চালানো হয়। এ নিয়ে তার ভাই মাহমুদুর রহমান শিপু বাদী হয়ে বিজ্ঞ আদালতে সিআর মোকাদ্দমা নং ১২১/২৪ দায়ের করেন।
অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে বিবাদী পক্ষ পুনরায় সীমানা প্রাচীর নির্মাণ ও গাছ কর্তনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পুলিশ এসে কাজ বন্ধ করালেও তাদের ফিরে যাওয়ার পর পুনরায় কাজ শুরু করা হয়।
তবে শনিবার ১ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, পূর্বের দিন নির্মিত সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।
এই বিষয়ে মাহমুদুর রাজা চৌধুরী রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আদালতের নিষেধাজ্ঞাকৃত ভূমি বাদ দিয়ে তার অন্য জমিতে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, “আদালতের নির্দেশ মোতাবেক নোটিশ পাঠানো হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”