[এ আর ছায়েম, সিনিয়র স্টাফ রিপোর্টার]
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রামে এক প্রবাসীর ক্রয়কৃত ভূমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাদী শামাস উদ্দিন (৫৮), যুক্তরাজ্য প্রবাসী, আদালতে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন, তার এবং তার স্ত্রীর ক্রয়কৃত ৩.৩৭ একর জমি আসামিরা বেআইনিভাবে দখল করে নিয়েছেন। বাদী জানান, গত ২৫ আগস্ট সকাল ১০টায় দেশে ফিরে জমিটি চাষাবাদের উদ্যোগ নিলে আসামিরা সশস্ত্র হয়ে বাধা দেন এবং প্রাণনাশের হুমকি দেন।
বাদীর দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে জমিটি নিজেদের দাবি করে বেআইনিভাবে চাষাবাদ করছেন। তিনি আরও অভিযোগ করেন, আসামিরা আইন অমান্য করে জমির ফসলি ধান কেটে নিয়ে যাচ্ছেন। স্থানীয়ভাবে বিচার প্রার্থনার পরও সুরাহা না হওয়ায় আদালতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তিনি।
অভিযুক্তরা হলেন খাসগাঁও গ্রামের আব্দুল জব্বার (৫২), আব্দুস ছালাম (৪৫), মোহাম্মদ আলী (২৫), এবং কুমারকান্দি গ্রামের আব্দুল গফফার (৫৫)।
এ মামলায় বাদীপক্ষ পাঁচজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(ক)/৭(২)/১৬ ধারায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার এসআই ছাত্তার বলেন, “উভয় পক্ষের মামলা রয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাদীর প্রার্থনায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানানো হয়েছে।
মামলা নং: ৫৮৬/২০২৪
স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।