নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। চলছে প্রচার প্রচারণা। সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের সময় যতই সামনে আসছে,যারা মনোনয়ন প্রত্যাশী তারা নির্বাচনী প্রচারণায় খুব ব্যস্ত ।
নির্বাচনী এলাকা ঘুরে জানা গেছে যে, নেত্রকোনা-১ আসনে বিভিন্ন দলের প্রার্থীরা ব্যাপকভাবে মাঠে নেমেছে প্রচারণায়, অনেকের নাম আলোচনায় থাকলেও যোগ্য এবং আদর্শিক নেতৃত্ব,বিপুল জনপ্রিয়তা, নিজস্ব জনশক্তি , সততা, পিতার রাজনৈতিক আদর্শ নিয়ে দুর্গাপুর কলমাকান্দা সকল মানুষের মুখে মুখে এবং সবার পছন্দের শীর্ষে রয়েছেন, বিগত সময়ে কলমাকান্দা -দুর্গাপুর আসন থেকে কয়েকবার নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের সুযোগ্য কন্যা নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য,দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, দুর্গাপুর উপজেলা পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান, জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
যদি বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করে তবে বি এন পি র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে প্রতিহত করে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনতে ঝুমা তালুকদারের বিকল্প নেই বলে মনে করেন দুর্গাপুর কলমাকান্দার আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ।
নেত্রকোনা-১, দুর্গাপুর কলমাকান্দা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার শৈশব জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বি এন পি র পতনের জন্য বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
২০০১ এর পরবর্তী কালে
আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকাপালন করেছেন।মনোনয়ন এর জন্য মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণা দিয়ে যাচ্ছেন।
মাঠ পর্যায়ে জরিপে জানা যায় যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে অনেক প্রার্থীর নাম রয়েছে কিন্তু সাবেক সংসদ সদস্য জালাল উদ্দীন তালুকদার এর কন্যা জান্নাতুল ফেরদৌসভারা ঝুমা তালুকদার জনগণের মনিকোঠায় জায়গায় করে আছেন, তাকেই জনগণ এই আসনের এমপি হিসেবে দেখতে চায়। নারী অগ্রজ, নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বাবার মতো জনগণের দ্বারে দ্বারে গিয়ে দুঃখ কষ্টের কথা শুনেন। শুধু তাই নয় সাধারণ মানুষের বিভিন্ন কাজকর্ম নিজ দায়িত্বে করে দেন।ধর্ম বর্ণ সকলের কাছে গ্রহনযোগ্যাতাও তার বেশ। এই আসনটিতে জয় লাভ করতে ঝুমা তালুকদারকে মনোনয়ন দেওয়া খুবই প্রয়োজন বলে মনে করেন এই জনপদের জনগণ।
জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন, আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন তালুকদার আওয়ামী লীগ থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং জনগণের জন্য কাজ করে যান, আমিও আমার বাবার মতো জনগণের হয়ে জনগণের জন্য কাজ করে বাকি জীবন শেষ করতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দিলে আমি ব্যাপক ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ । দুর্গাপুর কলমাকান্দা হবে একটি আদর্শ নির্বাচনী এলাকা। এ আসনে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালকদারে ছাড়াও মনোনয়ন চান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক সংসদ সদস্য মোসতাক আহম্মেদ রুহী, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস ও মানু মজুমদার।