
খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহাম্মদ শাহ আলম বলেছেন জনগণ বহু দলকে ক্ষমতায় দেখেছে, এবার তারা পরিবর্তন চায় এবং জামায়াত ইসলামকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে চায়।
সোমবার ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় গলাচিপা পৌরসভার মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক আমির মাওলানা ইয়াহিয়া খান, উপজেলা সংগঠনের আমির মাওলানা মো. জাকির হোসেন, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. শাহআলমসহ বিভিন্ন নেতাকর্মী।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্যের পক্ষে থাকেন এবং সংকটময় মুহূর্তে জনগণকে সঠিক পথ দেখান। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরতে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করে বলেন, এমনও শোনা গেছে একজন মন্ত্রীর তিনশত ষাটটি বাড়ি রয়েছে। জামায়াত ইসলামী এই অপব্যবহার এবং দুর্নীতি বন্ধ করতে চায়।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রয়োজন। জুলাই সনদের স্বীকৃতি এবং ছাত্র জনতার আন্দোলনের ন্যায্য মর্যাদা দিতে হবে। তিনি স্লোগান দেন জিতবে এবার ছাত্র জনতা, জিতবে এবার চাষাভুষা, জিতবে এবার মাঝি মাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা।
অধ্যাপক শাহ আলম বলেন, ৮টি ইসলামী দল নিয়ে জোট গঠনের প্রক্রিয়া চলছে। এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। তবে তিনি আশাবাদী যে গলাচিপা দশমিনা আসনটি জামায়াত ইসলামীই পাবে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন সম্পর্কে তিনি বলেন, তাকেও এখনো মনোনয়ন দেওয়া হয়নি। তিনি চেষ্টা করছেন, তাকে স্বাগত জানাই। গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর সম্পর্কে তিনি বলেন, তিনি দলের প্রধান, তার মনোনয়ন নিশ্চিত।
তিনি জানান, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিপক্ষ নয় বরং নির্বাচনী প্রতিযোগী হিসেবে দেখেন। ৩৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, তার হাজার হাজার প্রাক্তন ছাত্রছাত্রীই তার মূল শক্তি যা অন্য কারো নেই।
নির্বাচিত হলে গলাচিপা ব্রিজসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ঘুষ ও দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।