গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুকিতুর রহমান রাফিকে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
(২৩) মার্চ মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ১ নং ওয়ার্ড বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্বাচিত পৌর মেয়র মুকিতুর রহমান রাফিকে স্থানীয় জনসাধারণের উদ্যোগে সংবর্ধনা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক কাউন্সিলর আবুল খালেকের সভাপতিত্বে ও আনিছুর রহমান শিবলুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান নবম নির্বাচিত পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার পরে পর তিনবারের নির্বাচিত সফল সেবক পৌরসভার ১নং প্যানেল মেয়র শাহিন আকন্দ, মিজানুর রহমান রিপন,আনারুল ইসলাম আন্টু, জাফুরুল ইসলাম জাফু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাবা আফরোজা খাতুন সুইটি, মোছা-জোহরা বেগম, ও মোছা-জাহানার বেগম। এসময় আরও বক্তব্য রাখেন
সাবেক সেনা সদস্য সুলতান মাহমুদ ফুল মিয়া, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদশা মিয়া,সমাজ সেবক আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ছাত্রলীগের বাবুল ইসলাম, যুবলীগ নেতা সাহারুল ইসলাম,মাবিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানাচ্ছি। ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকেই মানুষের কল্যানই আমি আমার জীবনের একমাত্র ব্রত হিসেবে নিয়েছি। আমাকে পৌর মেয়র নির্বাচিত করে যে অকৃত্রিম ভালোবাসার বন্ধনে বেঁধেছেন, তার প্রতিদান দেবার সাধ্য হয়তো আমার নেই। আপনাদের ভালোবাসার কাছে আমি ঋনী, আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পৌরসভার ব্যাপক উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে দাঁড়ানো আমার একমাত্র দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।
Leave a Reply