ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার :রাজধানী ঢাকার বিভিন্ন শপিংমলসহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।তারই ধারাবাহিকতায় ডিএমপি’র মিরপুর মডেল থানা পুলিশ ২ জন অক্সিলারি ফোর্স নিয়োগ দিয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রুমন জানায়- রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত মিরপুরে মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। তবে এই দায়িত্ব পালনে পুলিশের স্বল্পতা রয়েছে।যে কারণে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটে।তাই জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি অক্সেলারি ফোর্স কাজ করবে। তাই আমরা ডিএমপি কমিশনারের নির্দেশে ২ জন নিয়োগ দিয়েছি।
নিয়োগকৃতরা হলেন মিরপুর শপিং কমপ্লেক্সের মো:ইউনুস মিয়া ও কল্যাণপুর মিজান টাওয়ারের রুহুল আমিন।
মিরপুর জোনের উপ কমিশনার মোঃ মাকসুদের রহমান জানায়- মিরপুরের বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা সহ অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের মাধ্যমে জন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ। এছাড়াও কিছু নির্দিষ্ট স্থানে- হোপের গলি, মিরপুর শপিং মল, সনি সিনেমা হল, কল্যাণপুর বাস স্ট্যান্ড, বারেক মোল্লা মোড় এ পুলিশ ফোর্স কার্যক্রম পরিচালনা করছে পাশাপাশি তাদের সহায়ক হিসেবে কাজ করবেন অক্সিলারি পুলিশ ফোর্স। মিরপুর জোনে সব কয়টি থানায় এখন পর্যন্ত ৪৪ জন অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য,ডিএমপি সম্প্রতি মহানগরীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এমন সিদ্ধান্ত নিয়েছে।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, মেট্রোপলিটন পুলিশের আইনবলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে। আমি সেই মোতাবেক অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে নিয়োগ দিচ্ছি।