জমকালো ভাবে শেষ হলো মাল্টিমিডিয়া সাংবাদিক ক্রিকেট লিগ
স্টাফ রিপোর্টার – মো: দিদারুল ইসলাম
ডিজিটাল প্লাটফর্মে যে সকল সাংবাদিকগন দিনরাত পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করে তারা নিজেরাই বিনোদনের কথা ভুলে যায়। তারই ধারাবাহিকতায় একটু বিনোদনের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিক ক্রিকেট লিগ (এম জি সি এল) চালু করা হয়। এই লিগে চারটি দল অংশ গ্রহণ করে, পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী। আজ বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় বঙ্গবন্ধু আউট ডোর স্টেডিয়ামে। প্রথমে যমুনা এবং কর্ণফুলী খেলে বিজয়ী হন কর্ণফুলী এবং কর্ণফুলী সরাসরি ফাইনালে চলে যান, পরে পদ্মা এবং মেঘনা খেলেন মেঘনাকে হারিয়ে সরাসরি ফাইনালে চলে যান পদ্মা। বিকেল চারটার দিকে পদ্মা এবং কর্ণফুলী ফাইনাল খেলেন এবং কর্ণফুলীকে বিশাল ব্যবধানে হারিয়ে পদ্মা চ্যাম্পিয়ন হন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি প্রধান হারুন অর রশিদ এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। খেলা শেষে চ্যাম্পিয়ন দল পদ্মার ক্যাপটিন বাংলা ভিষণের স্টাফ রিপোর্টার শুভ খান তথা তার দলের হাতে হারুন অর রশিদ এবং জায়েদ খান তুলে দেন চ্যাম্পিয়ন ট্রফি।