জহিরুল হক জহির স্টাফ রিপোর্টারঃ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ষড়যন্ত্রের ২টি কুড়ার কুড়ে আগুন প্রায় লক্ষ ধিক টাকার ক্ষয়ক্ষতি বাকেরগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের।
গত শুক্রবার ২ জুন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামে এমন ঘঠনা’টি ঘঠেছে।
এ,ঘটনায় ১। শামসের আলী আকন (৫০) পিতা-মৃত সৈদাম আলী আকন ২। মোঃরাসেল আকন(৩০) ৩। রাকিব আকন (২৫),উভয়ের পিতা-শামসের আলী আকন সহ ৩ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে ভুক্তভোগী আশ্রাব আলী আকন সাংবাদিকদের জানান, বিবাদীরা আমরা একই বাড়ির বাসিন্দা। বিবাদীরা পরভিত্তলোভী,লাঠিয়াল ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তাহারা আইন কানুন এর তোয়াক্কা করে না।তাহারা পেশি শক্তিতে বলিয়ান হইয়া অযথাই বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি করে। বিবাদীরা আমার সম্পর্কে আমার ভাই ও ভাইয়ের ছেলে হয়। বিবাদীদের সাথে পূর্ব থেকেই জমি জমা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছিল। অদ্য শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় বিবাদীদের সাথে জমিজমার বিষয় নিয়ে স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিক বার আপোষমীমাংসা চেষ্টা করিলেও বিবাদীরা শালিস বৈঠকে বসতে ইচ্ছুক না। পূর্ব শত্রুর জের ধরে অদ্য ০২/০৬/২৩ ইং তারিখ রাত অনুমান ৮ ঘটিকার সময় আমি আমার পুরান বাড়ি যাবার সময় আমার হাতের টর্চ লাইটের আলোতে আমি ও আমার সাথে থাকা ১নং স্বাক্ষী মোঃ ফাহিম আকন (১২) দেখি বিবাদীরা আমার ২টি কুড়ার কুড়ে আগুন দেয় এবং আমাদের দেখতে পাওয়ায় বিবাদীরা দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে আমার ডাকচিৎকারে আশে পাশের লোকজন আসিয়া আগুন নিভানোর চেষ্টা করে।আগুন নিভাতে নিভাতে কুড়ারকুড় পুড়ে ছাই হয়ে গেছে। সন্ত্রাসীদের দেয়া আগুনে ২টি কুড়ারকুড় পুরে প্রায় এক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
সরেজমিনে গিয়ে এমন ঘঠনার বিষয় জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে বিরোধ থাকায় দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। তারা পরিকল্পনা করে আগুন লাগিয়ে ঘটনা স্থান থেকে পালিয়ে যেতে দেখেন বলে জানান।
এ,বিষয়ে জানতে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন,এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে,এবং তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।