গাজীপুর জেলা প্রতিনিধিঃ
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ,জনাব মাহাতাব উদ্দিন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মাজহারুল হক সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ৪).১. মোঃ মমিন হোসেন(৪৩) পিতা-মৃত চাঁন মিয়া স্থায়ী: গ্রাম-পাইনশাইল (উত্তর পাড়া) থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর,২.মোঃ আমজাদ হোসেন(৩৪), পিতা-মৃত জালাল উদ্দিন স্থায়ী: গ্রাম-পাইনশাইল (উত্তর পাড়া) থানা-জয়দেবপুর,জেলা -গাজীপুর,৩.মোঃ জুলহাস সরকার(৪০) পিতা-মোঃ আনিছুর রহমান @ মুক্তার স্থায়ী: গ্রাম- পাইনশাইল (দক্ষিনপাড়া) থানা- জয়দেবপুর,জেলা গাজীপুর ৪.মোঃ রুবেল মিয়া(২২), পিতা-মোঃ সিরাজ উদ্দিন ,স্থায়ী: গ্রাম-পাইনশাইল (মধ্যপাড়া)থানা-জয়দেবপুর,জেলা -গাজীপুরদেরকে জয়দেবপুর থানাধীন পাইনশাইল সাকিনস্থ মোঃ আনিছুর রহমান @ মুক্তার এর বাড়ীতে,পাইনশাইল হইতে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে এসআই (নিঃ)/মোঃ মাজহারুল হক এর লিখিত এজাহারের ভিত্তিতে অত্র থানায় নিয়মিত মামলা রুজু হয়। আসামিদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।