উপজেলা প্রতিনিধিঃ-,মোঃ গোলাম মোরশেদ ,পাঁচবিবি ,জয়পুরহাট: রবিবার সকাল আনুমানিক ১১:২০ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার, জয়পুরহাট হিলি বাইপাস সড়কের হানাইলে এই ঘটনা ঘটে।
ভ্যানচালক অতুল বর্মন,বার্নপুর চার মাথা থেকে ভ্যান নিয়ে হিছমী বাজারে দিকে যাচ্ছিলেন। হঠাৎ কৃষি কলেজের সামনে তার ভ্যানের নিচে থাকা এ্যাংগেল(এক্সেল) ভেঙ্গে অপরদিক থেকে আশা একটি চলন্ত ট্রাকের নিচে ঢুকে যায়, ট্রাকের নিচে ঢুকে চাঁপা পরলে, ঘটনা স্হলে তিনি মারা যান। ট্রাকের ড্রাইভারটি আরেকটি অটোরিকশাকে বাঁচাতে এগিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।তৎক্ষণাৎ ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত অতুল জয়পুরহাট পৌর এলাকার বামনপুর দত্তপাড়ার মৃত স্ববেশ্বর বর্মণের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।