বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
ঘোষনা
রায়গঞ্জে সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের রুহের মাগফেরাত কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল ঝিনাইদহের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন মাওলানা আবু তালিব কালীগঞ্জে বিএনপি নেতা সাইফুল ইসলাম প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ঝিনাইদহের বিষয়খালী বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত কালীগঞ্জে মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা, তিন ব্যবসায়ীকে জরিমানা টেকনাফ বাংলাদেশের অন্যতম বিখ্যাত পর্যটন এলাকা দুই প্রেম, এক হত্যার গল্প: জবি শিক্ষার্থী জোবায়েদকে বাঁচাতে নির্মম প্রেয়সীর ‘না’ ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের বিরোধে এক সামর্থকের মৃত্যু সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক অনুষ্ঠিত। যশোরের সতীঘাটা এলাকায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ চট্টগ্রামে লায়ন্স ক্লাবগুলোর যৌথ উদ্যোগে দিনব্যাপী মানবসেবামূলক কার্যক্রম। ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন। শিশুরা হলো মানব চারা- লক্ষ্মীপুরে জেলা প্রশাসক এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের উদ্যোগে মেধা বৃত্তি ২০২৫-এর ফরম বিতরণ শুরু উন্নত,ন্যায়ভিত্তিক ও মাদকমুক্ত সোনারগাঁ গড়তে অঙ্গীকারবদ্ধ , প্রিন্সিপাল ড.মো.ইকবাল হোসাইন ভূঁইয়া চট্টগ্রামের ফটিকছড়িতে ভূমিহীনদের নামে সরকারি বরাদ্দ হওয়া ঋণের টাকা আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা দুই মামলায় সৈয়দ হাসানুজ্জামান লোটন নামে এক এনজিও কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আনন্দবাজার ও পুরাতন বাঁশ বাজারের ইজারা বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চুয়াডাঙ্গায় গিরিশনগরে ডিবি পুলিশের অভিযানে দুষ্টু পাতা (গাঁজা)সহ এক ব্যক্তি গ্রেফতার আসসালামু আলাইকুম এই পোস্টটি লিখতেছি খুবই ভারাক্রান্ত মন নিয়ে,,

জরাজীর্ণ আশ্রয়ণে মানবেতর জীবন,নেই সংস্কারের উদ্যোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

জরাজীর্ণ আশ্রয়ণে মানবেতর জীবন,নেই সংস্কারের উদ্যো

মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধি: জরাজীর্ণ আশ্রয়ণের ঘর। সেই ঘরেই কষ্টে দিন কাটছে বাসিন্দারের। শীতে ঠাণ্ডা, গ্রীষ্মে গরম আর বর্ষার পানি যেন তাদের নিত্যসঙ্গী। ৫ বছর ধরে সংস্কার হয়নি এসব আশ্রয়‍ণ প্রকল্পের ঘর। এতে চরম কষ্টে দিন কাটাচ্ছে ৮০টি পরিবারের।

এমন চিত্র সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের বেতুয়া আশ্রয়ন প্রকল্পের। জরাজীর্ণ এসব ঘরে মানবেতর দিন কাটছে তাদের।ঘরগুলোর অবস্থা নাজুক থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের জন্য বার বার বলা হলেও তা মেরামত হয়নি বলে অভিযোগ বাসিন্দারের।

৮ বছর পূর্বে উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামে ফুলজোড় নদী তীরে আশ্রয়ণ প্রকল্পে ঠিকানা পেয়ে বসতি শুরু করেন ঠিকানাহারা ৮০টি পরিবার। নতুন ঘর পেয়ে গৃহহীন মানুষগুলো স্বাভাবিক জীবন-যাপন শুরু করলেও সেসব ঘর এখন বসবাসের অনুপযোগী। কারো ঘরে টিনের চালা ফুটো কারো বা দরজা জানালার জীর্ণদশা। এসব ঘর সংস্কার না হওয়ায় বর্ষায় পানি পড়ে আর শীতের সময় ঠাণ্ডা বাতাসে কষ্ট পেতে হচ্ছে তাদের।

আশ্রায়ণের বাসিন্দা আনিছুর রহমান জানান, ‘ছোট একটি ঘরে পরিবারের ৪ জন নিয়ে বসবাস করছি। তার মধ্যে ঘর জরাজীর্ণ। এই শীতের মধ্যে কষ্টে দিন কাটাতে হয়।’

একই অভিযোগ হোসেন খন্দকার এরও। তিনিও পরিবারের ৩ সদস্য নিয়ে থাকেন।
তিনি বলেন, ‘আমাদের নিজস্ব কোন জায়গা জমি নাই, এখানে আশ্রয় হয়েছে। কিন্তু ঘরের যে অবস্থা। এতে কোনমতে টিকে আছি। কোথাও আশ্রয় পেলে চলে যেতাম।’

বেতুয়া এই আশ্রয়ন প্রকল্পে পরিবারগুলো ৫ বছর ধরে বসবাস করছেন। ৮ বছর পূর্বে সরকার ভূমিহীনদেন জন্য ৮০টি ঘর নির্মাণ করে। সেখানেই বসবাস শুরু করেন দরিদ্র মানুষগুলো। কয়েক বছর ধরে এমন জরাজীর্ণ এসব ঘরগুলো।

নিজ উদ্যোগে অনেকে ঘর গুলো অল্প মেরামত করলেও বর্তমানে ১৫টি পরিবারের অবস্থা এতই নাজুক যে কোনো সময় ঘর ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা। বছরের পর বছর এ অবস্থা বিরাজ করলেও কারো যেন মাথা ব্যাথা নেই বলে অভিযোগ আশ্রয়ন প্রকল্পে বসবাস করা এসব মানুষের। আবাসনের এসব ঘর যেন তাদের নির্বাসন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান,ঘরগুলোর জরাজীর্ণের বিষয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে উর্ধ্বতন মহলে রিপোর্ট পাঠিয়ে দিবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991