কামরুজ্জামান ,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় রোজ বরিবার ১১ ফেব্রুয়ারী ৫০ বোতল ফেন্সিডিল সহ এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর এর দিক নির্দেশনায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলমের নেতৃত্বে থানার অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ি চর এলাকায় অভিযান পরিচালনা করে হাতেনাতে পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ রশিদুল ইসলাম (৩৮) কে আটক করা হয়। যাহার আনুমানিক মূল্য ৭৫.০০০/হাজার টাকা । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধারা-২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর ১৪(খ)রুজু করা হয়। থানার মামলা নং -১১।এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান,উপজেলাকে মাদকমুক্ত রাখতে, চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই।সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।