মোঃ এহছান এলাহী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা থানায় ৬৬ (ছেষট্টি )বোতল ফেনসিডিল সহ ০১জন আসামী গ্রেফতার । মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা থানাধীন ০১ নং গোলমুন্ডা ইউনিয়নের কাকড়ার চৌপথি বাজারের ২০০ গজ উত্তরে জলঢাকা হইতে ডালিয়াগামী পাকা রাস্তার উপর হইতে তারিখ ২৬/০২/২৪ সময় রাএী ১০.০৫ ঘটিকার সময় আসামী ০১/ মো- আরাফাত ইসলাম (২২) পিতা-মোঃ সাফিউল আলম সাং-দোলা পাড়া ০১নং ওয়ার্ড থানা-হাতীবান্ধা জেলা- লালমনিরহাট কে বিশেষ কায়দায় কালো কাপড় দ্বারা তৈরি বডি ফিটিং অবস্থায় ৬৬ (ছেষট্টি ) বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। যাহার মূল্য অনুমান ৯৯,০০০/= (নিরানব্বই) হাজার টাকা । উক্ত আসামির বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-২১ তারিখ ২৭/২/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রহিয়াছে।