হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে অদ্য ১৭ই মার্চ, ২০২১ খ্রি. বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।
আজ ১৭ই মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস । দিনের শুরুতে সকাল ০৮.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যদের নিয়ে হবিগঞ্জ শহরস্থ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ০৯:০০ ঘটিকায় পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করেন, সকাল ০৯:৩০ ঘটিকায় মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বর, হাসপাতাল প্রাঙ্গন ও মুক্তিযুদ্ধ চত্ত্বর এ পরিচ্ছন্নতা অভিযান ও সকাল ১০:০০ ঘটিকায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন।
পরে ১০:৩০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের নিয়ে কেক কাটেন পুলিশ সুপার মহোদয়।
১১:০০ ঘটিকার সময় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শিশুদের নিয়ে কেক কাটা ও দুঃস্থ, এতিম শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জসহ জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীগণ, বিভিন্ন নেতৃবৃন্দ ও সকল সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ।