হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শনিবার (২৭ আগস্ট) দুপুরে শ্রদ্ধা নিবেদন জানান সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া করেন।
এসময় ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভালুকা পৌর মেয়র ডাক্তার একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ভালুকা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, হালিমুন্নেছা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আশরাফিয়া সেলিম,ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম ছিদ্দিকি সপন,যুবলীগ নেতা শফিকুল ইসলাম সহ শিক্ষার্থী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।