
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অঙ্গসংগঠন “জাতীয় ছাত্রশক্তি” শাহ আলী থানার আহবায়ক কমিটি এক বছরের মেয়াদে অনুমোদন দেওয়া হয়েছে।
২ ডিসেম্বর জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত ৪০ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন পায়।
নবঘোষিত কমিটিতে আহবায়কের দায়িত্ব পেয়েছেন মো. তাওহীদ ইসলাম শীতল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাফিন আহমেদ বিজয়।
অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ বলেন, তারা জুলাই চেতনা ধারণ করে সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠনে কাজ করে যাবেন। পাশাপাশি সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।