মোঃ আবু তাহের রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীতে জাতীয় শোক দিবস ১৫ ইং আগস্ট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ১৯৭৫ সালের এই দিনে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর ৩ পুত্র শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর পরিবার ও তার আত্মীয়-স্বজনসহ মোট ২৬ জন।
জাতির শোকাবহ এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগ ও অন্যান্য নেতৃবৃন্দ।১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারন সম্পাদক সিরাজুম মুবিন সবুজের এর নেতৃত্বে সকাল ৯ ঘটিকায় নগরীর সি এন্ড বির মোড়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন শোক কে শক্তিতে রুপান্তর করে আরো গতিশীলতার সহিত কাজ করবে ছাত্রলীগ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যা-কিছু প্রয়োজন আমার তা করতে পারবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা,কলেজ, ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃ বৃন্দ।