স্টাফ রিপোর্টারঃ
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ এপ্রিল) আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি সহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, নির্বাহী সদস্য তানজিম কালাম তমাল, মোঃ আব্দুল মান্নান, আ.ম আখতারুজ্জামান মুকুল, কাজী আক্তার হোসেন, মোঃ লুৎফর রহমান সৈকত, ইমাদুল হক খান, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল,ইসলাম, সম সেলিম রেজা, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস, জেলা রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর।