নিজস্ব প্রতিনিধি : শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ২৪ এর ছাত্র জনতার অভ্যূত্থানের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র প্রতিহত করার শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দার। এলডিপির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রেদওয়ান আহমেদ।
সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন, সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না। বিএনপি ক্ষমতায় যেতে দ্রুত নির্বাচন চায় এটা ভুল প্রচারণা।
আল্লাহ চাইলে বিএনপি আবার ক্ষমতায় যাবে , ‘আমরা আগেও ক্ষমতায় ছিলাম। ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি। সংস্কার প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র।
অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন, জাগপার কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী তালুকদা প্রমুখ সহ জাগপার বিভিন্ন নেতাকর্মী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।