গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত ওই কিশোরীর নাম লাভলি। সে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার চৌহারা গ্রামের শ্যামাচারন দাসের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরী লাভলি আজ মঙ্গলবার বিকেলে পরিবারের লোকজনের অজান্তে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাৎক্ষণিক ভাবে থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব, ও ওসি তদন্ত ওমর ফারুক মরল,ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই আব্দুল আহাদ
লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।