স্টাফ রিপোর্টারঃ
প্রধান অতিথি আলহাজ্ব মির্জা আজম এমপি মহোদয় সভাপতিঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও সাবেক প্রতিমন্ত্রী ,বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি বৃন্দ, অতিরিক্ত আই জি পি, মাদারগঞ্জ সমিতির ঢাকাস্থ্য সভাপতিঃমাহবুব রহমান রিপন, জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিঃর’সভাপতিঃ উপসচিব জনপ্রশাসন স্থানীয় সরকার মন্ত্রণালয় নাসির উদ্দিন, সভাপতিত্বে করছেন, জেলা সমবাই অফিস্যার মশিউর রহমান, উপস্থিতিঃ মাদারগঞ্জ উপজেলার ওসি –৭নং ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মিরন ,ও এলেকার মূরুবিগনেরা, বিভিন্নস্থানের নেতৃবৃন্দ নেতাকর্ম বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে
বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় মাদারগঞ্জের চর-ভাটিয়ানীর বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিঃ ৮০ জন সদস্যের মাঝে
আবর্তক তহবিল হতে বিনা সুদে ৫০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয় ।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম এমপি ৷