জামালপুরের মেলান্দহ উপজেলায় তিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) রবিবার সকাল ১১টায় জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেলান্দহ উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করা হয়। মেলা উদ্ভোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ : সেলিম মিঞা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ শফিক জাহেদী রবিন, পৌরসভা মেয়র মেলান্দহ, হাজী দিদার পাশা, সহ সভাপতি বাংলাদেশের আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা, মোহাম্মদ আলী জিন্নাহ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখা ও চেয়ারম্যান ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, ডাঃ মোঃ ইউনুস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেলান্দহ, মোছা: জেসমিন আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেলান্দহ, সঞ্চালনায় ছিলেন, মেলান্দহ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুলাহ আল ফায়সাল, উদ্বোধনী অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, নার্সারী মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।