ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান
মোঃ শাহ সৈয়দ খাঁন
জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার মাসিক সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেনের হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, অতিক্তি পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান প্রমুখ। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, ‘‘পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ স্যারের দিক নির্দেশনায় র্উ্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় আমি থানায় যোগদান করার পর থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। আজকে আমাকে যে পুরস্কার দেওয়া হয়েছে। এটি আমার থানার সকল কর্মকর্তাদের সহযোগিতায় পেয়েছি। সকলের কাছে আমি কৃতজ্ঞ । সেই সাথে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
ক্যাপশনঃ পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ দেলোয়ার হোসেনের হাতে ক্রেষ্ট তুলে দিচ্ছেন।