বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
ঘোষনা
গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ ধোবাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু… ৩১ দফা বাস্তবায়িত হলে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত হবে: আবু সাঈদ চাঁদ জলঢাকাবাসীর ভালবাসায় সিক্ত বিএনপি নেতা কমেট চৌধুরী রংপুরে পূজা উদযাপন পরিষদের পুনর্মিলনী সনাতন ধর্মাবলম্বীদের পাশে সবসময় থাকবো — সামসুজ্জামান সামু মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হলে সব সমস্যার সমাধান হবে — লায়ন হারুনুর রশিদ সাভারে অসহায় নারী ও তার শিশু কন্যাকে ভরণ-পোষণ ও অনুদান প্রদান আনোয়ারা চাতুরী চৌমুহনীতে পুলিশ ও ট্রাফিক প্রশাসনের যৌথ উদ্যােগে যানজট মুক্ত অভিযান পরিচালিত। রূপনগরে পুলিশের ‘অ্যাকশন’! ওসি মোরশেদ ও এসি জাহিদ-এর জালে কুখ্যাত শয়তানের নিঃশ্বাস তানিয়া আটক আখাউড়ায় সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত: আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির দিকনির্দেশনা আশুগঞ্জে পুলিশের অভিযানে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার: দুই মাদক কারবারী গ্রেফতার চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযান এ ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার। বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু

জালালাবাদে জমি বিক্রি করে পূনরায় জবর দখল: ৬ জনের বিরুদ্ধে মামলা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ বার পঠিত

সিলেট বিভাগীয় ব্যুরোঃ- সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন পাটিমুরা এলাকায় জমি বিক্রি করেও পূনরায় জবর দখলের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।

এমন অভিযোগ এনে জালালাবাদ থানায় ০২ সেপ্টেম্বর ২২ইং তারিখে মামলা দায়ের করেছেন শাহপরান (রহ.) থানাধীন ১০/৩ টুলটিকর বুরহান উদ্দিন এলাকার মৃত আব্দুল মনাফের পুত্র সাবুল মিয়া (৬৫) , যাহার থানার মামলা নং- ০২।

মামলা সুত্রে আসামিরা হচ্ছেন- এয়ারপোর্ট থানাধীন সুবিদবাজার নূরানী ৯/৩ বন কলাপাড়া এলাকার সৈয়দ ইয়াওর মিয়া উরফে খাজুরের পুত্র সৈয়দ ফরিদ আহমদ (৪৯), জালালাবাদ থানাধীন জৈনকারকান্দি পাটিমুরা এলাকার মৃত সিকন্দর আলীর পুত্র আলকাছ আলী (৬০), তার পুত্র আব্দুল করিম (৩০), মেয়ে ইয়াছমিনা বেগম (২৬), পুত্র সাকিব মিয়া (১৮) ও তার স্ত্রী আফিয়া বেগম (৪০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।

মামলা সুত্রে জানা গেছে- আসামীগণ বাদীর পূর্ব পরিচিত। গত দুই বছর আগে ১নং আসামী নিকট হইতে জেলা- সিলেট, উপেজলা- সদর সিলেট, থানা- জালালাবাদ, মৌজা- জৈনকারকান্দি, খতিয়ান- ২৪, আর এস- ৩৭, বর্তমান নামজারী- ৯০৭, পরিমাণ- ৮.৫৭ শতক ভূমির বাড়ী ও স্থাপনাবিহীন আমন জমি ও দুইটি পুকুর ক্রয় করে তাতে মাছ চাষ করাসহ ভোগ দখল করিয়া নানা রকমের গাছ-গাছালি লাগাইয়া তথায় তার নামীয় সাইনবোর্ড স্থাপন করেন লন্ডন প্রবাসী মনোয়ার আলী। আর উক্ত জমি দেখাশোনার জন্য মনোয়ার আলী দায়িত্ব অর্পণ করেন মামলার বাদীর নিকট। ১নং আসামি জমি বিক্রি করেও ভাড়াটি সন্ত্রাসী অপরাপর আসামিগণ দ্বারা জোরপূর্বক জমি জবর দখলের চেষ্টায় সর্বদা মগ্ন রহিয়াছে।

এমন ঘটনার বিবরণে বাদী গত ১৬ ফেব্রুয়ারি আসামিগণের বিরুদ্ধে জালালাবাদ থানায় একখানা সাধারণ ডায়েরী করেন, যাহার নং- ৭৪৩। সর্বশেষ গত ২৬ আগষ্ট সকাল ১১ ঘটিকায় বাদীর কেয়ারটেকার জুনেদ আলীর মারফতে অবগত হন যে, তার মালিকাধীন বর্ণিত জমির দুইটি পুকুরে সমূহ আসামিগণ পানি সেচের মেশিন বসাইয়া জোরপূর্বক পুকুরের সমস্ত মাছ ধরে নিয়ে যাচ্ছে। উক্ত পুকুরে প্রায় ৩ লাখ টাকার পোনা মাছ রক্ষিত ছিলো, যাহার অনুমাণিক বাজার মূল্য ৫ লাখ টাকা। কেয়ারটেকার জুনেদ আসামিগণকে মাছ না ধরার জন্য বাধা প্রদান করিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন সংবাদ শুনে বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিগণ ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করে মারার জন্য উদ্যত্ত হলে আশপাশের লোকজন আগাইয়া আসিয়া আসামিদের কবল হইতে বাদীর প্রাণে রক্ষা করেন। পরবর্তীতে সমূহ আসামিগণ বাদীর ক্রয়কৃত জমি জোরপূর্বক জবর দখল করে।

সর্বশেষে বাদীর ক্রয়কৃত জমি আসামিদের জবর দখলের কবল হইতে উদ্ধারসহ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991