ব্যুরো প্রধান রাজশাহী:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজপাড়া থানা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (১ জুন) ভেড়িপাড়া মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহান, যুগ্ন আহবায়ক রাজপাড়া থানা বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনী ও আদর্শ তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
খাবার বিতরণ কর্মসূচির মাধ্যমে মানবিক মূল্যবোধকে জাগ্রত করা ও শহীদ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।