
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা–২ আসনের এমপি প্রার্থী রুহুল আমিনের নানা প্রতিশ্রুতি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কৃষক সমাবেশে চুয়াডাঙ্গা–২ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শতশত কৃষক, তরুণ ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হন।
বক্তব্যে রুহুল আমিন কৃষকদের অধিকার, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি-উপকরণে ভর্তুকি বৃদ্ধি এবং সেচব্যবস্থার উন্নয়নসহ নানামুখী জনকল্যাণমূলক প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাসকে সামনে রেখে আমরা কৃষিনির্ভর অর্থনৈতিক শক্তি গড়তে চাই।”
সমাবেশে বক্তারা আরও বলেন, কৃষককে বাঁচাতে হলে দুর্নীতি বন্ধ, বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ ও উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করা জরুরি।
পোস্টার, ব্যানার ও শ্লোগানে পুরো সমাবেশস্থল ছিল সরব; উপস্থিত নেতাকর্মীরা রুহুল আমিনের প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সমাবেশ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন রুহুল আমিন এবং কৃষকদের সমস্যাবলি শোনেন।