স্টাফ রিপোর্টারঃ বরগুনার পাথরঘাটা চরদুয়ানী ইউনিয়নের মোহাম্মদ মোস্তফা হাওলাদার গতকাল ৬ মার্চ রবিবার সকাল ১১ টায় পাথরঘাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন, এ সময় তিনি জীবনের নিরাপত্তাসহ জমি দখলের অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন ২৭ মার্চ ২০২০ ইং তারিখ চরদুয়ানি ইউনিয়নের ২২ নং মৌজার চরদুয়ানি ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা বেগমের নিকট থেকে ৫ কাঠা জমি বায়না করেন। উক্ত বায়না ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বায়নাপত্র সম্পাদন করেন জাহানারা জানু বেগম। কিন্তু এখনো পর্যন্ত জমির দলিল করে দেননি,আমি বরাবর তাদের কাছে জমির বুজ চাইলে দিবে বলে সময়ক্ষেপন করেন,
ঐদিকে আমার প্রতিবেশী স্থানীয় মোজাম্মেল খান, পিতা মৃত হোসেন আলী ও আলমগীর হোসেন, পিতা মৃত হোসেন খান মোঃ সোহাগ হাওলাদার, আলমগীর হোসেন হাওলাদার আমাদেরকে হুমকি ও খুন করে লাশ গুম করে ফালাইবেন বলে জানান।
আরো বলেন মোজাম্মেল গং এরা জলদস্যু তাদের বিরুদ্ধে বাগেরহাট পাথরঘাটা থানায় মামলা আছে।
জমি দাতা আমার কাছ থেকে বায়না করে টাকা নিয়ে দলিল না দেওয়ায় আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। পরবর্তীতে আমি জীবনের নিরাপত্তা চাহিয়া গত ৬ ডিসেম্বর ২০২১ তারিখ পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নাম্বার- ২৩৯ বর্তমানে আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।