মোঃ শাহ সৈয়দ খান ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান: ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর দিক-নির্দেশনায়, এসআই কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালী মডেল থানাধীন কালিকাপুর সাকিনস্থ মোঃ সেলিম মিয়া এর বাড়ী সংলগ্ন উত্তর পাশে কালিকাপুর গ্রামের কাঁচা রাস্তা হইতে ১১ই ফেব্রুয়ারি রবিবার ২০২৪ খ্রিঃ তারিখ ৯.৩০ ঘটিকায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৫০), পিতা মৃতঃ আমজাদ আলী, মাতা-আবেতন নেছা। সাং – কালিকাপুর, থানা । কোতোয়ালী জেলা , ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা আছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।