শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ যশোর।
এরই ধারাবাহিকতায় এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২৮’শে সেপ্টেম্বর ২০২২ইং বুধবার রাত ০৮:৪৫ ঘটিকায় কোতয়ালি মডেল থানাধীন চাচঁড়া ইউনিয়নের চাচঁড়া বাজার টু সাড়াপুলগামী ভাতুড়িয়া রোডস্থ মোঃ ওলিয়ার রহমান এর মেসার্স ইসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে অস্ত্রধারী সন্ত্রাসী ১/ অনিক (২৪), ২/ সাগর (২৭) দেরকে একটা বিদেশি পিস্তল ও ০৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যে অস্ত্র-গুলি নিজের দখলে রেখেছে।
আসামীর নাম-ঠিকানাঃ
১/ অনিক (২৪), পিতা- জিয়া, সাং- ঘোপ নওয়াপাড়া রোড, ২/ সাগর (২৭), পিতা- হাসেম মিয়া, সাং- হোল্ডিং নং-৭৫, বেজপাড়া নলডাঙ্গা রোড, উভয়থানা- কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতের বিবরনঃ
১/ একটা বিদেশি পিস্তল যাহার ট্রিগার ও ফায়ারিং পিন সচল।
২/ ০৪ (চার) রাউন্ড তাজা কার্তুজ।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ, সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ